নওগাঁর তালসড়কে পিঠা মেলার আয়োজন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বরেন্দ্র অঞ্চলের মেঠোপথের দুই পাশে সারি সারি তালগাছ। প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ সৌন্দর্য উপভোগে এ মেঠোপথ পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রকৃতিতে শোভাবর্ধনের পাশাপাশি আয়বর্ধক কাজেও তালগাছগুলো ভূমিকা রেখেছে। রাতে সংস্কৃতি অনুষ্ঠান। এতে যোগ দেয় জেলা ও উপজেলা পর্যায়ের সংগীত শিল্পীরা। দূর-দূরান্ত থেকে আসেন নানা বয়সি মানুষ। মেলায় বাহারি রং-বেরঙের তালপিঠা খাওয়ার পাশাপাশি প্রিয়জনদের জন্যও নিয়ে যায় দর্শনার্থীরা। তালসড়কে মনোরম সৌন্দর্য পর্যটকদের জানান দিতে এবারও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে যোগ দেবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। মেলায় হরেক রকমের তাল পিঠার পসরা সজিয়ে বসবেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা দোকানিরা। ফুলঝুরি, জামাই পিঠা, খেজুর পিঠা, তাল জিলাপি, তাল কেক, তালক্ষীর, মুইঠা পিঠা, গড়গড়া, তাল রুটি, কান মুচুরি, তাল বড়া, তাল খির, হৃদয়হরণ, পাকান, তাল কেক, পাটিসাপটা, পাখির বাসা, তাল কফিসহ প্রায় ৩০ রকমের পিঠার পসরা সাজানো হবে। উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, বাংলার সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামবাংলার পিঠাপুলি। গ্রামীণ সংস্কৃতিই হচ্ছে আমাদের সংস্কৃতির প্রধান জায়গা। নতুন প্রজন্মের কাছে বিভিন্ন প্রজাতির গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালপিঠার সাথে পরিচিত করে দিতেই এমন আয়োজন।