ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৌসুমি বায়ুর প্রভাব

৩৩ ঘণ্টায় পঞ্চগড়ে ৪০ মিলি বৃষ্টিপাত

৩৩ ঘণ্টায় পঞ্চগড়ে ৪০ মিলি বৃষ্টিপাত

পঞ্চগড়ে মৌসুমি বায়ুর প্রভাবে গত ৩৩ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত বুধবার থেকে গতকাল বিকাল ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কখনো ভারি আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করেছে।

এদিকে বৃষ্টিপাতারে কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয় জেলা জুড়ে। আবহাওয়া অফিস বলেছে, গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ২২ মিলিমিটার ও সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৩ তারিখ পর্যন্ত এভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর কিছুটা হালকা বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত