কালীগঞ্জে কাঁচারাস্তার বেহালদশা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ)

বর্ষাকালে গ্রামের কাঁচারাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। আর এসব ব্যাপারে নজর নেই স্থানীয় জনপ্রতিনিধিদেরও। তেমনি অবহেলিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আগমুন্দিয়া গ্রামের যশোর মহাসড়ক থেকে স্কুলের পেছন দিয়ে গ্রামের মধ্যে চলে যাওয়া পাকা রাস্তা লাগোয়া একটি সংযোগ সড়ক। ওই গ্রামের আবুল হোসেনের বাড়ি হতে হাঙ্গার ফ্রি ওয়ার্ড পর্যন্ত ৫০০ মিটার কাঁচারাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। দেখলে মনে হবে, এটি রাস্তা নয়; ধানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। রাস্তাটির এমনই বেহালদশা যে, সামান্য বৃষ্টিতে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোনো অবস্থা থাকে না। কাঁচা এই রাস্তাটির কারণে প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, অসুস্থ রোগী ও মুরগির খামারিরাসহ স্থানীয়রা। এই রাস্তাটিই গ্রামের সাধারণ মানুষের একমাত্র মাঠে যাওয়ার রাস্তা। রাস্তার দুই পাশে প্রায় শতাধিক পরিবারের বসাবাস এবং ওই পরিবারগুলোর সবাই এই রাস্তাটি ব্যবহার করেই গ্রামের মূল সড়কে ওঠে। আগমুন্দিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা নাসির উদ্দিন জানান, আমার জন্মের পর থেকে দেখে আসছি রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই কাদা পানির জন্য চলাচল করা এবং মাঠের ফসল উঠানো সম্ভব হয় না। একই গ্রামের শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। রাস্তাটি পিচ অথবা ম্যাকাডম হলে মহল্লাবাসী খুব উপকৃত হতো। রায়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গনি জানান, আমার ওয়ার্ড এ এই রাস্তাটি কৃষিকাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন না, মাঠের ফসল এই রাস্তা দিয়েই গ্রামবাসী ঘরে তোলে। অনেক দিন ধরে রাস্তার অবস্থা খুব খারাপ। আমি ইতিমধ্যে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপিকে রাস্তাটি করার ব্যাপারে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে, রাস্তাটি করে দেওয়ার জন্য। কাঁচা রাস্তাটির ব্যাপারে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর সাথে কথা হলে তিনি বলেন, গ্রামের ওই রাস্তাটি কাঁচা রয়েছে। স্থানীয়দের অসুবিধার কথা চিন্তা করে শিগগিরই রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণ করা হবে।