ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থী

কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থী

বৈচিত্র্যময় দেশ আমদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু বৈচিত্র্যের এই দেশে ‘ঋতুর বৈচিত্র্য’ অনুভব করতে গ্রামবাংলার প্রকৃতির কোনো বিকল্প নেই। যদিও দিন দিন সেই বৈচিত্র্য কমে যাচ্ছে। শীত এবং বর্ষাকাল স্পষ্টভাবে বোঝা গেলেও অন্যান্য ঋতুর বৈচিত্র্য খুব একটা দেখা যায় না। তবে নদ-নদীর চর এলাকা, বিরানভূমিতে কাশফুল (কাশিয়া) ফুটলেই বোঝা যায় শরৎ এসেছে! শিবচরে নদ-নদী ও চরাঞ্চলে বির্স্তীণ কাশবন (কাশিয়া) হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের বিনোদন স্থল। নয়ন জুড়ানো ধরলার তীরে কাশফুলের শুভ্রকায় বিমোহিত প্রকৃতি প্রেমী তরুণ-তরুণীরা মনের আনন্দ উচ্ছ্বাস নিয়ে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছেন। পদ্মার বেড়ি বাঁধ থেকে দেখে মন হয় যেন সাদা চাদরে মোড়ানো চরাঞ্চল। কাশফুলের শুভ্রতা, স্বপ্নের পদ্মা সেতু আর নদীর কলতানে প্রকৃতির এক অপার লীলাভূমিতে পরিণত হয়েছে চরাঞ্চলটি। উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দরখোলা, সন্ন্যাসীর চর ইউনিয়নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর তীরে ধু ধু বালুচরের মধ্যে বিভিন্ন বিস্তীর্ণ উঁচু জায়গাজুড়ে আপন মনে ফুটেছে শরতের দাদা কাশফুল। কাশফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুড়ো মাঠ জুড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত