ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে বিবাদীদের ছুরিকারাঘাতে বাদী আহত

শেরপুরে বিবাদীদের ছুরিকারাঘাতে বাদী আহত

শেরপুরে জেলা জজ কোর্টের সামনে বিবাদীদের ছুরিকাঘাতে আ. রাজ্জাক (৪৫) নামে মামলার বাদী আহত হওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। আহত আ. রাজ্জাক জেলার ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। এ বিষয়ে আহত আ. রাজ্জাকের ছেলে মো. হারুন মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২১ সালে ১নং আসামি মো. শাহাজ উদ্দিন সাজু ধানশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায় এবং আ. রাজ্জাক উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য থাকাবস্থায় প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন সাজু দুপুরিয়া গ্রামের বাদশার ছেলে বাবুল মিয়া এবং বাগেরভিটা গ্রামের হাজী আ. হকের ছেলে মোশারফ হোসেনকে নিয়মবহির্ভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে অত্র বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ প্রদান করেন।

উক্ত নিয়োগটি অবৈধ হিসেবে সাবেক অভিভাবক সদস্য ২০১৯-এর আ. রাজাক, মো. রিয়াজ উদ্দিন, মো. হামিদুর রহমান বাদী হয়ে সহকারী জজ আদালত, ঝিনাইগাতী, শেরপুর, মোকাদ্দমা নং- ২৪০/২১, অন্য প্রকার মোকাদ্দমা দায়ের করে। উক্ত মামলা দায়ের করার পর হতে আসামিগণ আ. রাজ্জাকসহ মামলার বাদীদের সঙ্গে চরম শত্রুতা পোষণ করাসহ খুন জখমের সময় সুযোগ খুঁজতে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত