মেলান্দহে লোকজ উৎসব শুরু

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলার লোকসংস্কৃতি বাঙালির অফুরান প্রাণশক্তি- এ স্লোগান ধারণ করে জামালপুরের মেলান্দহে তিন দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মেলান্দহ গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের উদ্যোগে মুক্তিসংগ্রাম জাদুঘর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলায় বাংলার বিভিন্ন লোক ঐতিহ্য, নকশিকাঁথা, কাপড়ের পুতুল, লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, বাঁশ ও বেতের কারুশিল্প, কাঠের চিত্রিত বিভিন্ন শিল্প, জেলেদের বোনা জালসহ বিভিন্ন কারুশিল্পীর প্রায় ৫০টি স্টল রয়েছে।

উৎসবে বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি-সারি, হাছন রাজার গান, ঘাটু গান, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো, পিঠা উৎসবসহ বিভিন্ন আয়োজন হয়েছে। লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ক্ষেত্র দর্শকদের সামনে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে গ্রামীণ আবহে সেজেছে মুক্তিসংগ্রাম প্রাঙ্গণের চার পাশ।

গত শুক্রবার মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।