দিনাজপুরে টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

উত্তরের জেলা দিনাজপুরে কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। গত ৩০ ঘণ্টায় মুশুলধারে বৃষ্টিপাতের ফলে দিনাজপুরের অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। সেই জমিতে রোপা আমনের খেত পানির নিচে তলিয়ে গেছে। অপরদিকে জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। গত শনিবার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার ও গতকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণার কেন্দ্র। এদিকে টানাবর্ষণে বিপাকে পড়েছেন প্রয়োজনের কাছে ঘর থেকে বের হওয়া মানুষরা। যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম চলাচল করতে দেখা গেছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গত শুক্রবার দিনাজপুরে ২০ মিলিমিটার, শনিবার ২৩ মিলিমিটার ও গতকাল ভোর ৬টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার এবং ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি একটি লঘুচাপ। বুধবার পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলমান থাকবে। তবে এখনও পর্যন্ত বন্যার পূর্বাভাস দেয়া হয়নি বলেও জানান তিনি। এদিকে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুরের তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। জেলার পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ০৫ যেখানে বর্তমান পানির পরিমাণ ৩১ দশমিক ৯৬। আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০ আর গতকাল সকালে রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫৫। জেলার আরেক নদী ইছামতীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০ গতকাল সকালে ২৮ দশমিক ০০ রেকর্ড করা হয়েছে।