ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডাকাতির প্রস্তুতিকালে আটক পাঁচ

ডাকাতির প্রস্তুতিকালে আটক পাঁচ

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা শাবলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার সময় ঢাকা-সিলেট মহাড়কের বেজুড়া বাস স্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাঝামাঝি স্থানে জাহাঙ্গীর মিয়ার দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বাহুবল উপজেলার হিমারাগা গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে রূপন মিয়া (৩৮), আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), আজমিরিগঞ্জ শিবপাশার লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও আজমিরিগঞ্জ শিবপাশার মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে রামদা, শাবল, দা, ছুরি, লোহার রড, একটি নাইলনের লম্বা রশি উদ্ধার করে। মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু এবং আটককৃতদের গত রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত