নাটোরের শ্রেষ্ঠ শিক্ষিকা ফেরদৌসী

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জন্য নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ফেরদৌসী আহমেদ রাসু।

গতকাল বিকালে জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি আবু নাসের ভূঁঞা এবং জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. গোলাম নবী স্বাক্ষরিত পরিপত্রে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফেরদৌসী আহমেদ রাসু বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে জেলার সাত উপজেলা পর্যায়ে বিজয়ী সাতজনের তালিকা জেলায় পাঠানো হয়। সেখানে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি সকল তথ্য যাচাই-বাছাই করে একজনকে জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে নির্বাচিত করেন।

এবার বড়াইগ্রামের একজন শিক্ষিকা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।