মাধবপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের নিকট মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ১৫ দিনের কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

মো. রাহাত বিন কুতুব জানান, উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ। জব্দকৃত মাদকদ্রব্য ও এর উপকরণ ধ্বংস করা হয়েছে।

তিনি জানান, মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে।