ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক, রেলক্রসিং ও রেললাইন পারাপার, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ বন্ধে গণজনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

গতকাল সকালে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আজিবুর রহমানের সভাপতিত্বে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ। সভায় তিনি রেললাইন ও রেলক্রসিং দেখে শুনে পারাপার এবং খেলাচ্ছলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে উপস্থিত সবাইকে অনুরোধ করা হয়। এছাড়া প্রতিদিন রেলওয়ে প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সব ট্রেনের যাত্রীকে ট্রেন ভ্রমণের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়।

সভায় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত