ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে পাঁচ গরু চোর গ্রেপ্তার

নীলফামারীতে পাঁচ গরু চোর গ্রেপ্তার

আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের প্রধান তরিকুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে জলঢাকা উপজেলার বালাগ্রামের শালন গ্রামের কমল কান্তির বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়। পরের দিন জলঢাকা থানায় অভিযোগ পেলে পুলিশ প্রশাসন নড়েচড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে এই সিন্ডিকেট ধরতে সক্ষম হয় পুলিশ। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, জেলা পুলিশ সুপার গোলাম সবুরের নির্দেশনায় পুলিশ সার্কেল মোস্তফা মঞ্জুসহ ৪৮ ঘণ্টা থানার বগুলাগাড়ী ইউনিয়ন, কাঁঠালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। তারা চুরির কথা স্বীকারও করেছেন। কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। গ্রেপ্তাররা হলেন, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী পশ্চিমপাড়ার আফজাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম, বারোঘরিয়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ছাদেকুল ইসলাম, হাজী পাড়ার মৃত আব্দুল্লাহর পুত্র ওমর ফারুক, মাঝাপাড়ার হবিবর রহমানের পুত্র আব্দুর রাজ্জাক ও কাঁঠালী ক্যানেলের পাড়ের মুকুল চন্দ্রের ছেলে শংকর রায়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার গোলাম সবুর আলোকিত বাংলাদেশকে বলেন, গরু চুরি এই এলাকায় নতুন নয়, কিন্তু ইদানীং খুবই বেড়েছে। সেটা বন্ধ করতেই দিনরাত পুলিশ কাজ করছে এবং জলঢাকা থানা পুলিশ এই বিশাল চোর চক্রকে আটক করেছে এবং এদের থেকে অন্য গরুচোরকে ধরতে সক্ষম হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত