আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটর গুরুত্ব’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩।

গতকাল সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনামূলক একটি র‌্যালি জেলা সার্কিট হাউস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএ মুকিত, সদর উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, এনজিও ফোরামের জিয়াউল আহসান, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা, সাংবাদিক হাসান মামুন ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট যুব প্রধান মো. জুলকার নাইম তীব্রসহ জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি-বেসরকারি সংস্থা ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।