সুন্দরগঞ্জে বীজ সার পেল ২৬০ কৃষক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করেন। বীজ ও সার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, আনিছুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমুখ।