প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লা গ্রামে অবস্থিত মো. আনোয়ারুল আজিম ও আলহাজ মো. বদরউদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামের জন্য দুটি স্টিলের দোলনা উদ্বোধন, বিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. শাহ আলম। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও পুষ্টিকর খাবার বিতরণ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।