ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

নোয়াখালীতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিত্যপ্রয়োজনীয় তিনটি দ্রব্য ডিম, আলু ও পেঁয়াজের মূল্য সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হলেও নোয়াখালীর আলুর বাজারে দাম কমেনি।

গতকাল সকাল থেকে জেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু সরকার নির্ধারিত মূল্য ৩৫-৩৬ টাকার পরিবর্তে আকার ভেদে ৪৩ থেকে ৪৪ টাকা করে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।

তবে পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা ও প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা দরে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে জেলা শহর মাইজদীর পৌর বাজারসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালানো করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় মূল্য তালিকা আলু না থাকা দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে অনান্য প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, সরকার নির্ধারিত মূল্য ভোক্তা পর্যায়ে কার্যকর করতে আমরা অভিযান পরিচালনা করে আসছি।

দ্রুত সময়ের মধ্যে আলুর বাজার স্থিতিশীল হবে আশা তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত