ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জুড়ীতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

জুড়ীতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের কেএম আহসান কবীরের বাড়িতে জালে অজগরটি আটকা পড়ে। বাড়ির মালিক সাপটি না মেরে খবর দেন স্থানীয় বন কর্মীদের। খবর পেয়ে পরিবেশ কর্মীরা স্থানীয় বন বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করে রাত ৯টার দিকে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সোটি লাঠিটিলা সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়। স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোর্শেদ আলম বলেন, রাতে হঠাৎ বড় ধামাই গ্রামের একেএম আহসান কবীর ফোন দিয়ে বলেন তার জালে একটি সাপ আটকে রয়েছে। আমি স্থানীয় বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে সাপটি উদ্ধার করে পাথারিয়া সংরক্ষিত বনে ছেড়ে দেই। তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে এটি তার প্রমাণ। একটা সময় মানুষ সাপ দেখলে তাকে মারার জন্য ভীড় করত। এখন সাপ বাঁচানোর জন্য আকুতি করে। জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, প্রথমে জালে আটকেপড়া সাপটির সংবাদ পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের মাধ্যমে। এর পর পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করে লাঠিটিলা বিটের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বনের একটা অংশ। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষায় যে কোনো সময় সর্বদা প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত