ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়রায় বেশি দামে সার বিক্রির অভিযোগ

কয়রায় বেশি দামে সার বিক্রির অভিযোগ

খুলনার কয়রায় বেশিরভাগ আমন চাষি তাদের চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। ডিলাররা জানিয়েছেন সরকারি বরাদ্দ ঠিকমতো না পাওয়ার কারণে কৃষকদের মধ্যে সার বিতরণ করতে একটু সমস্যা দেখা দিয়েছে। এজন্য ডিলাররা বাইরের বাজার থেকে বেশি দামে সার ক্রয় করে কৃষকের চাহিদা পূরণ করতে জোর চেষ্টা চালাচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে কয়রা সদর, মহারাজপুর, বাগালী ও আমাদির ডিলাররা বাইরের বাজার থেকে ইউরিয়া, পটাশ ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি করছেন। স্থানীয় এক কৃষক গত দুই দিন কয়রা সদরে চারটি সারের দোকানে তিন বস্তা ইউরিয়া কিনতে গেলে ডিলাররা জানিয়ে দেন বরাদ্দের সার না পাওয়ায় এ মুহূর্তে দেয়া সম্ভব না। মহারাজপুরের হায়াতখালি বাজার, অর্জুনপুর, বাগালীর নারাণপুর, ঘুগরাকাটি, কুশোডাঙ্গা, বগা, মহেশ্বরীপুরের গিলাবাড়ি, সেক্রেটারির মোড়, খোড়লকাটি, বানিয়াখালি, কাঁঠালতলা, হড্ডা, আমাদি বাজার, শুড়িখালি, ভান্ডারপোল, বৌবাজার, হাতিয়ারডাঙ্গার সংগ্রাম মোড়, উত্তর বেদকাশির ফুলতলা, কাটমারচর, দক্ষিণ বেদকাশির জোড়শিং, গোলখালি, ঘড়িলাল বাজারের সাব ডিলাররা ৩০ টাকা কেজি দরে ইউরিয়া, ২৮-৩০ টাকায় পটাশ ও ২৮ টাকায় ড্যাপ সার বিক্রি করছেন। দাম বেশির কারণ জানতে চাইলে সাব ডিলাররা জানান, বরাদ্দের সার ঠিকমতো পাওয়া যাচ্ছে না। বাইরের বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে সে কারণে দাম বেশি। কয়েকজন সাব ডিলার জানিয়েছেন, বিসিআইসি’র ডিলার আমাদের কাছে সারের দাম বেশি ধরেন, কিন্তু তারা আমাদের মেমো দেয় না। অনেকের দোকানে সরকারি মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। বাগালী ইউনিয়নের বিসিআইসি’র ডিলার মো. হাসান বলেন, আমার এখানে পর্যাপ্ত সার রয়েছে। সাব ডিলাররা কেউ বেশি দামে বিক্রি করছে কি না তা আমার জানা নেই। দক্ষিণ বেদকাশির বিসিআইসি’র ডিলার উৎপল মন্ডল বলেন, বরাদ্দের সার ঠিকমতো না পেয়ে বাইরে থেকে ক্রয় করছি, তবে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ বলেন, বর্তমানে সারের সংকট নেই। দুয়েক দিনের মধ্যে বরাদ্দের সার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত