রামগঞ্জে ১২ লাখ টাকার মাছ নষ্ট

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামের মো. মানিক মোল্লার একটি পুকুরে বিষপ্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে মানিক মোল্লা পুকুর পাড়ে গিয়ে সবগুলো মাছ মরে ভেসে উঠেছে দেখে হতবিহ্বল হয়ে পড়ে ভুক্তভোগী মানিক মোল্লা জানান, ওই গ্রামের ফাকির আলীর বাড়ির পাশে হানিফ মেম্বারের প্রায় ৬০ শতক পুকুর লিজ নিয়ে তেলাপিয়া মাছের চাষ করেন তিনি। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় তার ৬০ শতকের পুকুরে দুর্বৃত্তরা বিষপ্রয়োগ করেছে। গতকাল সোমবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান তিনি। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। প্রতিবেশী ইব্রাহিম মিজি বলেন, তিনি কয়েকটি বড় বড় পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষপ্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন, এটি একটি অমানবিক কাজ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফাকে বিষয়টি অবহিত করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষ দিয়ে মাছ নিধনের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শারমিন ইসলাম বলেন, এটি একটি অমানবিক ঘটনা এরই মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।