ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শুষ্ক মৌসুমে পানির সংকট

খাল খননের অভাবে জলাবদ্ধতায় ফসল নষ্ট

খাল খননের অভাবে জলাবদ্ধতায় ফসল নষ্ট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার খাল দীর্ঘদিনেও খনন না করায় প্রায় একশত একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের কৃষিনির্ভর প্রায় ৫০টি পরিবার ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা জানায়, পাটিখালঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দত্তের পশুরিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত খালটি খনন না করায় প্রতি বছর ওই এলাকার কৃষি পরিবারগুলো জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি শুষ্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ তো দূরের কথা গৃহস্থালি কাজেও তীব্র পানির সংকট দেখা দেয়। ফলে এ মৌসুমে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ। খাল খননের জন্য স্থানীয় চেয়ারম্যানের বরাবরে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী। অপরদিকে খালের অনেক অংশ ভরাট করে এরইমধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছপালা রোপণ করেছেন প্রভাবশালীরা। ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান জমাদ্দার জানান, জলাবদ্ধতার কারণে পানি চলাচল করতে না পারায় আমাদের রোপণকৃত ফসল পচে নষ্ট হয়ে যায় এবং শুকনোর দিনে পানির অভাবে কোনো রবিশষ্য রোপণ করতে পারেন না তারা। এ সমস্যা সমাধানের জন্য খালটি খননের জন্য সরকারের কাছে অনুরোধ জানান। এলাকার বাসিন্দা পারুল বেগম জানায়, শুকনো মৌসুমে পানির অভাবে গোসল করাসহ রান্নাবান্নার কাজে অনেক কষ্ট হয়। আমাদের অনেক দূরে গিয়ে পানি বহন করে আনতে হয়। পানির অভাবে আমাদের এলাকার একটি পরিবার অন্য এলাকায় চলে গেছে। এছাড়া পানির জলাবদ্ধতায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এলাকাবাসী মো. শাহজাদা জমাদ্দার জানান, আমাদের এ খালটি দীর্ঘ ৩০ বছরেও খনন না করায় শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়, পানির মৌসুমে বিভিন্ন ডোবা ও নালায় পানি পচে যাওয়ায় এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই খালটি খননের জন্য সরকারের কাছে জোর দাবি করছি। দত্তের পশুরিবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জাকারিয়া বলেন, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি দীর্ঘদিন খনন না করায় শুষ্ক মৌসুমে এলাকার মানুষে চরম পানি সংকট দেখা দেয়। তাই খালটি খনন করা প্রয়োজন। পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস জানান, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি খননের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। খালটি সরকারি নকশাভুক্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত