ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০২ মণ্ডপে দুর্গাপূজা

বাড়তি সতর্কতার ব্যবস্থা
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০২ মণ্ডপে দুর্গাপূজা

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এবারের শারদীয় দুর্গোৎসবে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এ কথায় জানানো হয়। সভায় জানানো হয়, জেলা সদরসহ ৯ উপজেলায় মোট ৬০২টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহগীর আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেলেনা পারভীনের সঞ্চানলায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জোবায়ের বিন জাবের, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, সাবেক অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ, সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, সোমেশ রঞ্জন রায়, সঞ্জিব সাহা বাপ্পী, নিতীশ রঞ্জন রায়, বিশেজিৎ পাল বাবু, সাধন চন্দ্র চৌধুরী, কার্তিক চৌধুরী প্রমুখ। সভা থেকে পাওয়া তথ্য মতে, এবার জেলায় সবচেয়ে বেশি ১৪৮টি পূজা হবে নাসিরনগরে। এছাড়া নবীনগরে ১৩৩টি, সদরে ৭৯টি, বিজয়নগরে ৫৭টি, কসবায় ৫২টি, সরাইলে ৪৮টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৩টি ও আশুগঞ্জে ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠি হবে। গত বছরের তুলনায় এ বছর ১১টি বেশি মণ্ডপে পূজা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত