পিরোজপুরে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার জনসাধারণ। গত সোমবার বিকালে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ব্রিজটিতে উঠলে এটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিগত কয়েক বছর ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে নতুন ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে পড়ায় যান চলাচল করতে পারে না এবং তারা চরম দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ব্রিজ করার দাবি জানান তারা। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালুবোঝাই ট্রাক ওঠার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। এ কর্মকর্তা আরো জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য দ্রুত মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।