ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশ

সংস্কার হলো কেশবপুরের বাঁশের সাঁকো

সংস্কার হলো কেশবপুরের বাঁশের সাঁকো

গত ২১ সেপ্টেম্বর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ‘কেশবপুরে স্কুল শিক্ষার্থীদের একমাত্র ভরসা বাঁশের সাকো’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচারই বাঁশের সাকোটি ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের হস্তক্ষেপে মেরামত করা হয়েছে।

এটি সংস্কার হওয়ায় শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী ওই স্থানে একটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। গত ২০ সেপ্টেম্বর যেয়ে দেখা গেছে, আপার বুড়ীভদ্রা নদীর ওপরে বাঁশের চরাট দ্বারা নির্মিত সাকোটির উত্তর পাশের কিছু অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। ফলে, দু’টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সাতটি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগের ভিতর জীবন-যাপন করছেন। বিষয়টি সম্পর্কে পাঁচারই টি,এস (তরুণ সংঘ) মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস, ইউপি সদস্য মোসলেম উদ্দিন গোলদার, পাঁচারই ফকির বাড়ির পাগলের থানের বর্তমান খাদেম সহকারী অধ্যাপক ফকির জালাল উদ্দীন আহম্মেদসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, পথচারীদের সাথে কথা হয়। তাদের সকলের দাবী সাকোটি সংস্কারসহ স্থায়ী সমাধান। গত ২১ সেপ্টেম্বর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হলে তা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিতে পড়ে। তিনি বিষয়টি জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসকে অবহিত করেন। ইউপি চেয়ারম্যান এলাকার ইউপি সদস্য মোসলেম উদ্দিন গোলদারকে সাকোটি দ্রুত সংস্কারের কথা বলেন। ইউপি চেয়ারম্যানের অর্থায়নে এবং ইউপি সদস্যের আন্তরিকতায় কাজটি গত ২৮ সেপ্টেম্বর বাঁশের সাকোটি সংস্করণ করে মানুষের ভোগান্তি আপাততঃ দূর করেন। এ কাজে বসুন্তিয়া ও পাঁচারই গ্রামের স্বহৃদয় ব্যক্তিরা সাকোটি মেরামতের জন্য বাঁশ দান করে সহযোগিতা করেছেন। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস বলেন, ঝুকিপূর্ণ বাঁশের চারটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে সংস্করণ করা হয়েছে। চারটি সংস্করণ হওয়ায় স্কুল শিক্ষার্থীরাসহ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওই স্থানে স্থায়ীভাবে চলাচল করার জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট একটি ব্রীজের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। তিনি ব্রীজের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদারের সাথে আলোচনা করেছেন বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত