ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলার ওসমানীয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আরেফিন রহমান (১৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরেফিন উপজেলার বগাদানা ইউনিয়নে ইছাপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আরেফিনের বাবা জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহ আগে হঠাৎ করে বাড়িতে তার প্রচণ্ড জ্বর হয়। স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার পরও জ্বর ভালো না হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ডেঙ্গু পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে তার চিকিৎসা চলছিল। অনেকটা সুস্থ হয়েও উঠেছে। কিন্তু গত সোমবার দুপুরে হঠাৎ করে আরেফিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত