ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিক্ষুকদের পুনর্বাসনে ছাগল বিতরণ

ভিক্ষুকদের পুনর্বাসনে ছাগল বিতরণ

কুমিল্লার তিতাসে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য গবাদি পশু ছাগল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক জরিপ পরবর্তী কর্মসূচির আওতায় গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ছয়জন ভিক্ষুকের মধ্যে ১২টি ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আল আমিন, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ প্রমূখ। উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান জানান, ৯টি ইউনিয়নে মোট ৩২ জন ভিক্ষুক রয়েছে। এদের মধ্যে আজকে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ছয়জন ভিক্ষুকের মধ্যে দুটি করে ১২টি ছাগল বিতরণ করা হলো। বরাদ্দ প্রাপ্তি অনুযায়ী আগামীতে বাকি ভিক্ষুকদেরও পুনর্বাসনের আওতায় আনায় হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত