ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত কয়েক দিনে উপজেলার ছয়টি গ্রাম থেকে একই ব্যক্তির তিনটিসহ আটটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডুগডুগী জোনাল অফিস বাদী হয়ে ঘোড়াঘাট থানায় পাঁচটি মামলা দায়ের করেছে। ট্রান্সফরমার চোর সিন্ডিকেট চক্র ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আনিছুর রহমানের তিনটি, একই গ্রমের মৃত, ইউনুছ আলীর পুত্র বকুল হোসেনের একটি, সিংড়া গ্রামের মৃত, সিফাতুল্লাহের পুত্র আবু বক্কর সিদ্দিকের একটি ও পালশা ইউনিয়নের পালশা গ্রমের ওয়ারেসের একটিসহ বিভিন্ন স্থান থেকে মোট ৮টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যোগাযোগ করা হলে এ বিষয়ে পল্লী বিদ্যুতের ঘোড়াঘাট জোন অফিসের রানীগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মো. মেহেদী হাসান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে জরুরি ভিত্তিতে ওইসব স্থানে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় ৭টি মামলা হয়েছে। ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।