ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

নাজিরপুরে  কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিয়ে ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ। এতে বক্তব্য দেন, উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা তন্ময় কান্তি মিরবর, শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র কুমার মজুমদার ও সোনিয়া আক্তার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ জন ছাত্রীকে নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত