ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় মসজিদের নামকরণ

দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

কুমিল্লার মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদের নাম পরিবর্তন করে পাশর্^বর্তী নগরপাড় গ্রামের নামে নামকরণ নিয়ে দুটি গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রায়ই শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ও বাইরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুমিল্লার আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এদিকে গতকাল দুপুরে কুমিল্লা নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রাচীন এ মসজিদটির নাম বহাল রাখাসহ হামলাকারীদের বিচারের দাবি করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদটির ভূমিদাতা বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া বলেন, মসজিদটি আমাদের গকুলনগর গ্রামের নামে নামকরণ করে গকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদ নামে ওয়াক্ফ এস্টেটের অন্তর্ভুক্ত এবং একই নামে খতিয়ানভুক্ত করা হয়। প্রায় ৩ যুগ পরে পাশর্^বর্তী নগরপাড় গ্রামের কামাল, জাহাঙ্গীর, মনির, বশির, তাহেরসহ তাদের সঙ্গীয়রা প্রভাব খাটিয়ে মসজিটটির নাম পরিবর্তন করে তাদের নগরপাড় গ্রামের নামে নামকরণ করার পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে গত প্রায় ৪ মাস ধরে তারা প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে এসে হাঙ্গামার সৃষ্টি করে আসছে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জুমার নামাজে মসজিদে হামলা চালায়। এতে সংঘর্ষে মসজিদ কমিটির সেক্রেটারি শাহ আলম, কয়েকজন সদস্য ও মুসুল্লিসহ অন্তত ১২ জন আহত হন। এ ঘটনার পর থেকে পুলিশের নিরাপত্তার মধ্যদিয়ে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করছে এলাকার মুসল্লিরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। গতকাল বিকালে মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারি জানান, আদালতে দুইপক্ষের দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত করছে থানা ও ডিবি পুলিশ। এছাড়া নামকরণ নিয়ে যেন ফের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের নজরদারি রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত