ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রশাসনের তদারকির অভাব

সবজির বাজার বেপরোয়া

সবজির বাজার বেপরোয়া

গত চার দিনের ভারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের বেহাল অবস্থা বিরাজ করছে। যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট বসিয়ে ইচ্ছামাফিক মূল্যে সবজি বিক্রি করছে। সরকারের বেঁধে দেয়া আলু, পেঁয়াজ এখন ধরাছোঁয়ার বাইরে। বাজারগুলোতে আলু ৩৬ টাকার স্থানে ৪৫ টাকা, পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারের তদারকি অফিসার বা কমিটির কোনো নজরদারি নেই। কাঁচা ঝাল প্রতি কেজি ২৪০ টাকা, ওল ৮৫, বাঁধাকপি ৭০, পটল ৬০, কুমড়া ৫০, আদা ৭০০, শুকনা ঝাল ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভাত জুটলেও তরকারি জোটানো কঠিন। গত চার দিনের বৃষ্টিতে ভ্যানচালক, শ্রমজীবী মানুষের বেহাল অবস্থা বিরাজ করছে। বাজার মনিটরিং করার কোনো খবর নেই। ইচ্ছামতো চলছে বাজারগুলো। গতকাল বুধবার শহরের কাঁচাবাজারে বাজার করতে আসা নুর ইসলাম মন্টু, জালাল উদ্দীন, ইকবাল হোসেন বলেন, যেভাবে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাতে কীভাবে সংসার চালাব। ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দেখিয়ে কাঁচা তরকারির দাম বাড়াচ্ছে। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ পড়েছে মহাবিপাকে। প্রশাসন তদারকি করলে মনে হয় ভালো হতো। কেশবপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, সরকারের বাজার মনিটরিংয়ের দায়িত্বে যারা আছেন তাদের কোনো নড়াচড়া না থাকার কারণে বাজারগুলোতে ইচ্ছামাফিক বিক্রি করছে। এগুলো নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়া উচিত। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বলেন, বাজারে তদারকি করা হচ্ছে। প্রত্যেক ব্যবসায়ীদের প্রতিটি পণ্যের ক্রয়কৃত মেমো দেখাতে বলা হয়েছে। মেমো দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত