ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালের ভবন নির্মাণ

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ৩১ থেকে ৫০ সজ্জায় উন্নতিকরণের লক্ষ্যে ভবন নির্মাণসহ অন্যান্য কাজ ২০২২ ইং সালের ২৪ জুলাই নির্মাণ কাজের কার্যাদেশ পান কহিনুর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। কার্যাদেশের মেয়াদ প্রায় শেষের সময় নির্মাণকাজটি শুরু করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের মধ্যে রয়েছে ৬তলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবন ১০ ইউনিটের আধুনিক ডরমেটরি ভবন, সেবিকা কোয়ার্টার, গ্যারেজ, স্টোরসহ হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় ভবন। এর মধ্যে কোয়ার্টার ভবনের কাজ শুরু করে নিচের গাঁথুনিতে নিম্নমানের ইট ব্যবহার করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। এলাকাবাসী ও হাসপাতালের কর্মচারীরা অনেকেই নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২ যুগ পর উপজেলা লক্ষাধিক মানুষের চিকিৎসা প্রদানের জন্য আধুনিক হাসপাতাল ভবন নির্মাণকাজ শুরু হয়। তাও আবার নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এছাড়াও ইঞ্জিনিয়ারদের অনুপস্থিতিতেই ঠিকাদারের লোকজন রাতের আঁধারে কোয়ার্টারের ভবনে বিভিন্ন ঢালাইয়ের কাজ করেন। এটা সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে স্বাস্থ্য হাসপাতাল ভবন নির্মাণকাজ সাইড দেখভালের দায়িত্বে থাকা এইচইডি ইঞ্জিনিয়ার রাসেল জানান, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পেয়েছি। পরবর্তী সময় ভালো ইট ব্যবহার করা হবে এবং এরপরে রাতে আর ঢালাই দেওয়া হবে না। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজের সাইডের ইঞ্জিনিয়ার স্বপন বসু জানান নিম্নমানের ইট সাইডে আনায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভালো ইট না আনা পর্যন্ত ইটের কোনো কাজ করা হবে না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী স্বপন বসু কাজ বন্ধ করার কথা বললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল দুপুর ২টা পর্যন্ত নিম্নমানের ইট দিয়ে কাজ করতে দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত