কৃষকের মধ্যে বীজ সার বিতরণ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২০-২৪ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। গত বুধবার বিকালে খানসামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হল রুমে ছয় ইউনিয়নের ৯০ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে মাসকলাই ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) চাষের জন্য প্রতিজন ১ কেজি পেয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ২০ কেজি এবং জমি প্রস্তুত ও সেচ বাবদ ৫০০ টাকা, শ্রমিক বাবদ ১ হাজার ৫০০ টাকা মোট ২ হাজার টাকাসহ বিভিন্ন উপকরণ সহায়তা গ্রহণ করেন।