টানা ৩ দিনের বর্ষণে বিপর্যস্ত উপকূলবাসী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় তিন দিনে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গতকাল দুপুরে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের। বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। এদিকে বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। রিকশা-ভ্যান নিয়ে ঠিকমতো বাইরে যেতে পারছে না। বাইরে গেলেও মানুষরা বাইরে না আসায় ভাড়া হচ্ছে না বলে জানিয়েছেন ভ্যান চালকরা। অন্যদিকে মানুষের উপস্থিতি কম থাকায় বেচাবিক্রি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর থেকে বেশি বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষকরা। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো সাইফুল ইসলাম জানান, থেমে থেমে বৃষ্টির কারণে এবার শীতকালীন ফলস ভালো হবে না। তবে বৃষ্টিতে ধানের কোনো ক্ষতি হবে না। আর বৃষ্টির পরিমাণ বাড়লে ধানের ক্ষতি হবে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো ১ থেকে ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এরপর অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।