বীরগঞ্জে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে বসতবাড়িতে বছরব্যাপী মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশলে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিক হয়েছে। গতকাল সকালে বীরগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বছরব্যাপী মৌসুমভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশলে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. জাফর ইকবাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মো. মাহবুবুর রশিদ, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক।