ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইলিশের চেয়ে নদীতে ধরা পড়ছে বড় পাঙাশ

ইলিশের চেয়ে নদীতে ধরা পড়ছে বড় পাঙাশ

চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনায় এখন ইলিশের চাইতে বেশি পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে বলে অসংখ্য জেলেরা জানিয়েছেন। আর মাত্র এক সপ্তাহ পরই ইলিশ ধরার ওপর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আসবে নিষেধাজ্ঞা। তখন অবসর হয়ে পড়বেন জেলেরা। বৃষ্টিতে নদীতে পানি বেড়ে যাওয়ায় জেলেরা এখন দিন ও রাতে নদীতে চষে বেড়াচ্ছেন। পাওয়া যাচ্ছে ইলিশ। একই জালে বেশি ধরা পড়ছে বড় ও মাঝারি সাইজের পাঙাশ মাছ। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪শ’ থেকে ১৫শ’ টাকা। আর পাঙাশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫০ থেকে ১ হাজার টাকায়। গতকাল সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন ইলিশের আড়তগুলোতে দেখা গেল ইলিশ ও পাঙাশ কেনা-বেচার হাকডাক চলছে। তবে মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ ও পাঙাশ। পাঙাশ বিক্রি হয় একটু ধীর গতিতে। চাঁদপুর শহর থেকে ইলিশ ক্রয় করতে আসা আব্দুল্লাহ বলেন, ‘এখানে তাজা ইলিশ পাওয়া যায়। কোনো ধরনের ভেজাল নেই। জেলেরা নিয়ে এলে নিজে পছন্দ করে কেনা যায়। এক জেলের ধরে আনা ৫ হালি ছোট বড় ইলিশ কিনেছি। দাম নিয়েছে ২ হাজার ৭৮০ টাকা।’ এই মাছঘাটের প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, ‘বৃষ্টিতে নদীতে পানি বেড়েছে। সাগর উত্তাল হওয়ায় সাগর থেকে অনেক জেলে নিরাপদে চলে এসেছে। ঠিক এই মুহূর্তে কিছু ইলিশ বিপরীতে অর্থাৎ সাগর থেকে নদীতে উজানের দিকে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত