ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে মদসহ ২ নারী আটক

রাঙামাটিতে মদসহ ২ নারী আটক

রাঙামাটি সদরের মানিকছড়িতে ৩১ লিটার বাংলা মদসহ ২ নারীকে আটক করেছে রাঙামাটি থানা পুলিশ। গতকাল বেলা পৌনে ১১টার দিকে মানিকছড়ি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, চট্টগ্রাম পাহাড়তলী স্ক্রাব কলোনির বাসিন্দা আনোয়ারা বেগম আনু ( ৫২) ও শিরিন বেগম ( ২৫)। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি চেক পোস্টে অভিযান পরিচালনা করে ৩১ লিটার চোলাই মদসহ দুইজন নারীকে আটক করা হয়। আটককৃত নারীরা নিজেদের দেহে বিশেষ কায়দায় সংযুক্ত রেখে মাদক বহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে টিম কোতয়ালীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত