ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নরসিংদীতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে নরসিংদী প্রেসিডেন্সি কলেজে অনুষ্ঠিত হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। গতকাল কলেজের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন সরকার। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন- নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ মো. রাজিউল্লাহ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রভাষক জামাল উল্লাহ, গণিতের প্রভাষক তামান্না ইসলাম জিনিয়া, রসায়নের প্রভাষক জাহিদুল ইসলাম ফয়সাল, ইসলাম শিক্ষা প্রভাষক মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের কো-অর্ডিনেটর সৈয়দ মাহবুব তামিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত