ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে বাজারে সবজির সংকট

দাম আকাশছোঁয়া
বৃষ্টিতে বাজারে সবজির সংকট

গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের বাজারে কম আসছে সবজি। ফলে অতিরিক্ত দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বৃষ্টির পানি কমতে শুরু করলেও বাজারে দেখা মিলছে না ক্রেতা-বিক্রেতাদের। শহরের চাষি বাজারে দেখা যায়, অল্প কিছু সবজি নিয়ে কয়েকজন ব্যবসায়ী বসে আছেন। তেমন ক্রেতা নেই। বাজারে পেঁপে ২০-৪০ টাকা, কাঁকরোল ৪০-৬০ টাকা, কচুরমুখী ৬০-৯০ টাকা, ২৫-৩০ টাকার একেকটি লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বাজারে আসা ফজলুল হক নামের এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম আকাশছোঁয়া। মানুষের নাভিশ্বাস উঠছে। এক টাকার পণ্য এখন পাঁচ টাকায় কিনতে হচ্ছে হয়েছে। সবজি বিক্রেতা আব্দুল জলিল বলেন, বাজারে কাঁচামাল নেই। তাই দাম বৃদ্ধি পাবে। আগে যে পণ্য ৫০ টাকা বিক্রি হতো সেটি এখন ৭০-৮০ টাকায় বিক্রি হবে। খুচরা সবজি বিক্রেতা সফর আলী বলেন, আজ কোনো মালই কিনব না। প্রচুর দাম। ২৫-৩০ টাকার লাউ ৪০-৫০ টাকা কিনতে হয়েছে। এগুলো বিক্রি করা কঠিন হবে। পাইকারি সবজি বিক্রেতা জব্বার বলেন, কচুরমুখী ৩ হাজার টাকা মণ। যার কেজি ৭৫ টাকা। খুচরা বিক্রি করতে হবে ৮৫-৯০ টাকা কেজি দরে। বাজারে বিক্রেতা কম ক্রেতাও কম। এদিকে টানা বর্ষণে শহরের পানি উন্নয়ন বোর্ড, শায়েস্তানগর, শ্যামলী, সিনেমা হল রোড, মুসলিম কোয়াটার, মোহনপুর, রাজনগর, কামড়াপুর, বগলা বাজারসহ বিভিন্ন এলাকায় পানি জমে রাস্তাঘাট ডুবে যায়। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে। শহরের অনেক পুকুরের পানি উপচে মাছ ভেসে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত