শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে প্রবল বর্ষণে বাড়িঘরে পানি ওঠা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল বেলা ১২টায় শহরের শেরপুর ডিজে হাইস্কুলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার সব সময় আসহায় মানুষের পাশে রয়েছে। তাই আপনারা নিজেদের অসহায় ভাববেন না। অতিবৃষ্টিতে বাড়িঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম প্রমূখ।