সিলিন্ডার থেকে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডার গ্যাস নির্গত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় নাগেরচর এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোলজার নামে এক ব্যক্তি মালিকানাধীন নির্মাণধীন ভবনের নিচ তলায় একটি কক্ষে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গাইবান্ধা জেলার সদর থানার কাসদা এলাকার বিজয় চন্দ্র সরকারের ছেলে অরিজিৎ কুমার সরকার (৩৫), তার স্ত্রী অপু বিশ্বাস ওরফে রিঙ্কু (৩০) ও তাদের একমাত্র সন্তান কাব্য (২)। এদের মধ্যে অপু বিশ্বাস ওরফে রিংকুর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ভবনটির মালিকের স্ত্রী লিমা বেগম জানান, সাড়ে রাত ৩টার দিকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভাড়াটিয়া অরিজিৎ সরকারসহ তার স্ত্রী ও সন্তান দগ্ধ হন। তিনি বলেন, রাতে অপু তার সন্তান কাব্যের জন্য দুধ গরম করতে রান্না ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি চুলায় আগুন দিতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় অপুর শরীরে আগুন ধরে যায়। তার শরীরের অধিকাংশই পুড়ে গেছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী স্থানীয় এনজিও কর্মী অরিজিৎ কুমার সরকারসহ তাদের সন্তান দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাতেই ভবনের মালিক গোলজারসহ অন্যরা মিলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। আড়াইহাজার থানার এসআই রাসেল জানান, একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে অরিজিৎ কুমার সরকারের স্ত্রী অপু বিশ্বাস ওরফে রিংকুর অবস্থা সংকটাপন্ন। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে অপু বিশ্বাসের শরীরের ৮০ শতাংশ, ছেলে কাব্যের ২০ শতাংশ ও স্বামী অরিজিতের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও শিশু কাব্যের অবস্থা গুরুতর।