ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়া ওয়াইএমসিএতে একাদশ শ্রেণির

শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বগুড়া ওয়াইএমসিএতে একাদশ শ্রেণির

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পল বেসরা অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইন্টারমিডিয়েট হচ্ছে শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন কেমন হবে, তার রূপরেখা তৈরি হয় কলেজেই। এ সময়ে শিক্ষার্থীদের শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেবে। দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও শৃঙ্খলা অর্জনের মধ্য দিয়ে প্রত্যেককে নিজ, নিজ ক্ষেত্রে দেশ ও সমাজ উন্নয়নের পাশাপাশি এই কলেজের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারী প্রধান শিক্ষক পারভিন আকতার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণিকক্ষে নিয়ে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় ও পরিচয়পর্ব সেরে নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত