ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

নাকলায়  জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

শেরপুরের নকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ দ্বিতীয় রাউন্ড (৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর)-এর উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কমপক্ষে ৩০৯ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৪ হাজার শিশু শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌরসভার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে দ্বিতীয় রাউন্ডের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালামণ্ডএর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন ও পৌর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত