ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুর সীমান্তে অজগর সাপ উদ্ধার

শেরপুর সীমান্তে অজগর সাপ উদ্ধার

শেরপুরের শ্রীবর্দী উপজেলার গারো পাহাড় এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ি ছড়া থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটি বন বিভাগ থেকে বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। গতকাল রোববার সকালে সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম জানায়, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র ফিরে আসতে শুরু করেছে। তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত শনিবার বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। পরে আমরা সেখন থেকে সাপটি উদ্ধার করে আজ রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত