ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছর কারাদণ্ড

ঝিনাইদহে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামে এক শিবির নেতাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম হোসেন জেলার কোটচাঁদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কিছু সংখ্যক জঙ্গি নাশকতামূলক কার্যক্রমের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘবদ্ধ হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে আকরাম হোসেন নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে ১টি লোহার শোর্টারগান ও ১০ রাউন্ড গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করে। ওই দিনই পুলিশ বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। এরপর ২০১৬ সালের ১০ আগস্ট ৪ আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি আকরাম হোসেনকে আদালত ৩ ধারায় ২৪ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। বাকি তিন আসামি সাইফুল্লাহ, সোহাগ আহম্মেদ ও হাসান আল মামুনকে আদালত বেকসুর খালাস প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত