ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নজর কাড়ছে টাঙ্গন নদীপাড়ের কাঁশফুলের শুভ্রতা

নজর কাড়ছে টাঙ্গন নদীপাড়ের কাঁশফুলের শুভ্রতা

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের শইফতপাড়া ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ধারের প্রকৃতি সেজেছে যেন এক নৈসর্গিক সাজে। এখানে একদিকে নদীর কলতান অন্যদিকে কাঁশফুলের সৌন্দর্য নজর কাড়ছে সবার। শরতকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ঋতু। আর এই শরতে প্রাকৃতিকভাবে জন্মে ওঠা লম্বাটে সবুজ গড়নের কাঁশবনের গাছের ডগায় ফুটন্ত কাঁশফুল নজর কাড়ে যেকারো। তেমনি এই নদীর ধারের সাদা কাঁশফুলের শুভ্রতা ও নদীর কলতানে বিমুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমিরা। এতে এর সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। গত রোববার বিকালে দেখা যায়, স্থানীয় বামন শ্মশানঘাটের পাশেই ছোট এই নদীর ধারে জন্মানো সাদা কাঁশফুলের কোমল শুভ্রতা ছড়াচ্ছে প্রকৃতিতে। আর আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসে দোল খাওয়া কাঁশফুল ও নদীর স্নিগ্ধ-শান্ত রূপ আকৃষ্ট করছে ছোট-বড় সবাইকে। সদর উপজেলার রুহিয়া থানা এলাকার সেনিহাড়ি থেকে পরিবার-পরিজন নিয়ে দেখতে এসেছেন মো. শাহীন আলম। তিনি বলেন ‘মানুষের কাছে শুনে এখানে এসে দূরে নদীর ব্রিজের উপর থেকে দেখি সূর্যের আলো যখন কাঁশফুলের উপরে পড়ে তখন দেখতে আরো অন্যরকম সুন্দর দেখায়। আর কাছে এসে আরো আমরা বিমুগ্ধ হই। আসলে এখানে নিজে না আসলে অনুভূতিটা কেউ বুঝতে পারবে না।’ অনিক চন্দ্র বর্মণ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘এটি আমাদের ফারাবাড়ি বাজারের বামন শ্মশানঘাটের পাশে অবস্থিত। এই কাশফুলটির কিছু দূরে আরেকটি কাঁশফুল হয়েছিল সেটি সামাজি যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নদীরপাড় ভেঙ্গে যাওয়ায় সেটি নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত