ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যা

স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যা

কিছুদিনের প্রেম। এরপর পরিবারের অসম্মতিতে ঘোড়াঘাট পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত আকবর হোসেনের ছেলে লাইম মিয়া ওরফে নাহিদকে (২০) পালিয়ে বিয়ে করেন কিশোরী সাদিয়া আক্তার সাথী (১৩)। তবে বিয়ের পর সেই প্রেম আর মধূর হয়নি। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করতে থাকেন শ্বশুরবাড়ির লোকজন। গত মঙ্গলবার ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে সাথীকে মারধর করে তার স্বামী ও শাশুড়ি। তবে সাথী তার বাবার পরিবারের কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে অপারগতা প্রকাশ করে। গতকাল ভোর বেলা সাথীর পরিবার জানতে পারেন তাদের মেয়ে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ নিহত সাথীর মরদেহ উদ্ধার করে এবং স্বামী-শাশুড়িকে আটক করে। নিহত সাদিয়া আক্তার সাথী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া গ্রামের শাহাদত হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহত সাথীর বাবা বাদী হয়ে গতকাল সকালে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাথীর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন, নিহত সাথীর স্বামী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে লাইম মিয়া ওরফে নাহিদ (২০) এবং শাশুড়ি লাকি বেগম (৪০)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নিহতের স্বামী ও শাশুড়িকে গতকাল বিকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত