ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাহ্মণপাড়ার মাঠে সবুজের ঢেউ

ব্রাহ্মণপাড়ার মাঠে সবুজের ঢেউ

রোপা আমনের মাঠে যেন কেউ সবুজ রং ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছে। আর বাতাসে দোল খাচ্ছে আমনের সবুজ গাছ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রোপা আমন ধানের মাঠ ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, ব্রাহ্মণপাড়ায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪২৯ হেক্টর। তবে তার চেয়ে বেশি জমিতে আমনের আবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কোনো কোনো জমিতে পোকার আক্রমণ কিছুটা দেখা দিলেও তা বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে। আমন ধানের খেত এখন গাঢ় সবুজ রং ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ পরিচর্যায় কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ফলনও ভালো হবে বলেও আশা করছে উপজেলা কৃষি বিভাগ। সরেজমিনে উপজেলার মালাপাড়া, রামনগর, দুলালপুর, সিদলাই ও চান্দলা এলাকার আমনের মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানের খেত গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। যেন আমনের মাঠ পরে নিয়েছে গাঢ় সবুজ পোশাক। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে এখন কৃষক ব্যস্ত সময় পার করছেন। ফসল ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে খেত থেকে আগাছা পরিষ্কার, পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার ও সার ছিটানোর কাজে ব্যস্ত কৃষকরা। কৃষকরা সন্তানের মতো পরিচর্যা করছেন ফসলি মাঠের। কৃষকরা বলছেন মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় এ বছর এ উপজেলায় আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। ধানের চারাগুলো থেকে কয়েকদিন পর বের হবে থোর। আর কিছুদিন পরই কৃষকদের আমন খেত থেকে বের হবে ধানের মৌ মৌ গন্ধ। কৃষক মকবুল হোসেন বলেন, মাঠজুড়ে ধানের সবুজ রং দেখলে মন ভরে যায়, বুকে তৃপ্তি আসে। আশা করছি, আবহাওয়া এ রকম অনুকূলে থাকলে এ বছর রোপা আমন ধানের ফলন ভালো হবে। কৃষক ফারুক মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ও ধানে রোগবালাই ও পোকামাকড় তেমন না থাকায় কয়েকদিনেই ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। ফসলের এই রূপ দেখে মনে আত্মতৃপ্তি মিলে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণপাড়ায় সুন্দরভাবেই বেড়ে উঠছে আমন ধান। এতে এ বছর আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের পাশে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত