ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় ব্যবসায়ীদের মিলনমেলা

নওগাঁয় ব্যবসায়ীদের মিলনমেলা

কৃষিতে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁ। তবে এখনো জেলায় ভারী কোনো শিল্প-কারখানা গড়ে উঠেনি। কৃষিভিত্তিক এখনো বহু সমস্যা রয়েছে। এসব সমস্যা পরিষ্কার রাখতে হবে।

এ জেলাকে এগিয়ে নিতে এবং শিল্প-কারখানা গড়ে তুলতে এফবিসিসিআই কাজ করবে। এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এতে এ জেলাসহ আশপাশের জেলার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। গতকাল দুপুর ১২টায় শহরের নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত মরহুম আব্দুল জলিল-এর স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল’ কর্নার উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করে।

এ সময় মরহুম আব্দুল জলিল এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নওগাঁ কনভেনশন সেন্টারে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনমেলায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন মো. মাহবুবুল আলম।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় নওগাঁ-৫ (সদর আসন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই সহ-সভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত