ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকল স্বর্ণের পুতুলসহ ‘জীনের বাদশা’ আটক!

নকল স্বর্ণের পুতুলসহ ‘জীনের বাদশা’ আটক!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিনের বাদশা নামে পরিচিত প্রতারক চক্রের এক সদস্যকে একটি নকল স্বর্ণের পুতুলসহ আটক করা হয়েছে। আটক ব?্যক্তির নাম আব্দুর রশীদ (৩৫)। সে গাইবান্দার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে আব্দুর রশীদকে আটক করে গ্রাম পুলিশ আব্দুল হাকিম। পরে তার কাছে থেকে একটি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করে ওই আটক ব?্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, আটক ব?্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানকে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেয় এবং তার স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। প্রতারকচক্রের ওই সদস?্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে স্বর্ণের আবরণের একটি পিতলের নকল মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসে। সন্ধ্যার দিকে ওই মহিলার বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ আব্দুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে। পরে তাকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশ আব্দুল হাকিম বলেন, আমার বাড়ির পাশেই ওই মহিলার বাড়ি। আমি বাজারে যাওয়ার পথে অপরিচিত ওই ব?্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে ঘটনার বিষয় স্বীকার করে। পরে তার কাছে থেকে একটি নকল স্বর্ণের পুতুল উদ্ধার করে তাকেসহ আটক করে ইউপি অফিসে নিয়ে পুলিশকে খবর দেই। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত?্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় আনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত