ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে আশার মতবিনিময় সভা

রংপুরে আশার মতবিনিময় সভা

আশা রংপুর বিভাগের উদ্যোগে স্কাইলন হোটেলে বিভাগীয় পর্যায়ে সাংবাদিক মতবিনিময় সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশার শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের মাঝে অবহিত করা হয়। রংপুর বিভাগের ২১৫টি ব্রাঞ্চের মধ্যে ১৫৮টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম, ৭টি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র, ৬১টি ব্রাঞ্চে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং রংপুর শহরে ১টি ফিজিওথেরাপি সেন্টার চলমান রয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে আশা ৬৩ কোটি টাকা ব্যয় করেছে এবং ২০২৩-২৪ অর্থ বছরে এই খাতে ৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত