টেমস নদীর তীরে বসে ইন্টারনেটে কথা বলেন বিএনপি নেতারা

বললেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাসান মামুন, পিরোজপুর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, বিএনপি সরকার বলেছিল, ডিজিটাল-ইন্টারনেট ব্যবস্থা আমরা বুঝি না! অথচ বিএনপির বড় নেতারা এখন টেমস নদীর তীরে বসে ইন্টারনেটের মাধ্যমে কর্মীদের সঙ্গে কথা বলেন। আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র গঠন করার পরে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদশের মধ্যদিয়ে এবং ১৯৭৪ সালে রুলস করার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের জন্য নিজস্ব পাসপোর্ট ব্যবস্থা চালু করেন, যা বিশ্বের বুকে পরিচয় বহন করে আমি একটি স্বাধীন দেশের নাগরিক। এভাবেই আমরা যে সমৃদ্ধ জাতি, সেই জাতি সত্ত্বার যা কিছু অর্জন তার সব কিছুই বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। গতকাল সকালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক পাসপোর্ট অফিস পিরোজপুরের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে শ ম রেজাউল করিম বলেন, অপরাধ করলে একদিন না একদিন বিচার হবেই হবে, এটাই স্বাভাবিক। কোথায় সেই দাম্ভিকতা কোথায় সালাউদ্দিন কাদের চৌধুরী কোথায় মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ সাঈদী তাদের অহংকার চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন শেখ হাসিনা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ১৬টি পাসপোর্ট আফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন, অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, পুলিশ সুপার মো. শফিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার নিজ জেলা পিরোজপুরে এক সরকারি সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তেব্যে আরো বলেন, বাংলাদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্র করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক ঝুকি নিয়ে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের বুকে একটি বিস্ময় সৃষ্টি করেছেন। আরেকটি পদক্ষেপ ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এই দুইটির কারণে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন, যাতে দক্ষিণাঞ্চলে যোগাযোগে কোনো ঘাটতি না থাকে। পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।